Newsletter

Powered by Kyoto Engineering & Automation Ltd.

Artificial Intelligent Camera FZ4 that Sees All & Says All !

দ্রুতগতিতে ধাবমান বিভিন্ন ধরনের বস্তুকে কোড (Code) দ্বারা ভিডিও বা ছবির মাধ্যমে মুহূর্তেই শনাক্ত করা এবং শনাক্তকৃত তথ্য থেকে সংকেত সৃষ্টি ও বিতরণের সর্বাধুনিক ক্যামেরার নাম OMRON FZ4 Vision Sensor (Camera). দেখতে সাধারণ ক্যামেরার মতো মনে হলেও এতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) এর কোয়াড কোর প্রসেসর (Quad Core Processor) যে কোন আলোতে High Resolution এর ছবি (Image) শুধু প্রসেস-ই (Process) করে না তা সংরক্ষণেরও ব্যবস্থা করবে। কাজেই যেখানে অত্যন্ত দ্রুতগতির বস্তু থেকে এর কোড (Code), প্যাটার্ন (Pattern) বা চিহ্ন (Sign) শনাক্ত করে তা মুহুর্তেই উপাত্তে (Data) রুপান্তরিত করার জন্য যেসব ক্ষেত্র সৃষ্টি তৈরী হয় সেখানেই তার ব্যবহার প্রযোজ্য।

OMRON FZ4 Vision Sensor (Camera) এর ব্যবহার হতে পারে নগরীর ব্যস্ততম রাস্তা থেকে শুরু করে কারখানা বা ফ্যাক্টরি (Factory),গুদাম বা ওয়্যারহাউজ (Warehouse), সংরক্ষিত/ অসংরক্ষিত/ উন্মুক্ত এলাকা, বিমানবন্দর, স্টেশন সহ যে কোন স্থানে।

http://omron.keal.com.bd/products/family/3096/index.html